শেখ পরিবারের কেউ মুক্তিযুদ্ধ করে থাকলে রাজনীতি ছেড়ে দেব: বরকত উল্লাহ বুলু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ ডিসেম্বর ২০২৪ ০৬:১৮ অপরাহ্ণ   |   ৬৪২ বার পঠিত
শেখ পরিবারের কেউ মুক্তিযুদ্ধ করে থাকলে রাজনীতি ছেড়ে দেব: বরকত উল্লাহ বুলু

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুমিল্লা):-

 

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, "১৯৭১ সালের মতোই আজকের রাজনৈতিক পরিস্থিতি সংকটাপন্ন। শেখ পরিবারের একজন মানুষও যদি মুক্তিযুদ্ধের রণাঙ্গনে সরাসরি অংশগ্রহণ করে থাকেন, আমি রাজনীতি ছেড়ে দেব।"
 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
 

বরকত উল্লাহ বুলু আরও বলেন, "দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী। আমরা চাই, জিয়াউর রহমান যে সার্ক প্রতিষ্ঠা করেছেন, তার আলোকে এই অঞ্চলের রাজনীতি পরিচালিত হোক। আমাদের কারও সঙ্গে শত্রুতা নেই, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। তবে, কেউ যদি আমাদের ওপর প্রভুত্ব করার চেষ্টা করে, তা বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না।"
 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন, সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন এবং আরও অনেকে।