সেলিস্তি রহমান দায় স্বীকার করে আদালতে জবানবন্দি

প্রকাশকালঃ ০৪ জুন ২০২৪ ০৩:১৬ অপরাহ্ণ ৫৫৫ বার পঠিত
সেলিস্তি রহমান দায় স্বীকার করে আদালতে জবানবন্দি

ঢাকা প্রেসঃ
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সেলিস্তি রহমান।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের খাস কামরায় সোমবার দীর্ঘক্ষণ ধরে জবানবন্দি দেন তিনি।

জবানবন্দিতে সেলিস্তি রহমান কী বলেছেন তার বিস্তারিত তথ্য এখনও বের হয়নি। তবে, আদালত সূত্রে জানা গেছে, সুস্থ স্বাভাবিকভাবে এবং স্বেচ্ছায় তিনি জবানবন্দি দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সিনিয়র এএসপি মাহফুজুর রহমান আদালতে আবেদন করেছিলেন সেলিস্তিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য। রিমান্ডে নেওয়ার পর তিনি আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আদালতে জবানবন্দি দিতে ইচ্ছা প্রকাশ করেন।

গত ৩১ মে আদালত সেলিস্তি রহমান, আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুঁইয়া এবং তানভীর ভুঁইয়াকে এই মামলায় ৫ দিনের রিমান্ডে পাঠায়। এর আগে ২৪ মে তাদের আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

আনোয়ারুল আজীম আনা গত ২০ মে ঢাকার শেরেবাংলা নগর থানার পূর্ব রামনা এলাকায় নিজ বাসস্থানে গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এই ঘটনায় সেলিস্তি রহমান, আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুঁইয়া এবং তানভীর ভুঁইয়াকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত এখনও চলমান রয়েছে এবং আরও তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা আছে।