হারানো জাতীয় পরিচয়পত্র তুলতে আর জিডি করার প্রয়োজন নেই

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০৩:২৭ অপরাহ্ণ   |   ১৬ বার পঠিত
হারানো জাতীয় পরিচয়পত্র তুলতে আর জিডি করার প্রয়োজন নেই

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না। নাগরিকদের ভোগান্তি কমাতে এই বাধ্যবাধকতা তুলে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবিধানিক এই সংস্থা মনে করছে, এতে এনআইডি সংক্রান্ত সেবা আরও সহজ ও দ্রুত হবে।
 

বৃহস্পতিবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এনআইডি সেবা আরও সহজ ও জনগণের নাগালের মধ্যে আনতে কমিশন নতুন পরিকল্পনাও গ্রহণ করেছে।
 

গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে জমে থাকা প্রায় সাড়ে নয় লাখ সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি।
 

সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১,২৩০ জন।