টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশকালঃ ২৫ আগu ২০২৪ ০৪:৪৭ অপরাহ্ণ ৫৩৯ বার পঠিত
টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

ঢাকা প্রেস
টাঙ্গাইল প্রতিনিধি:-


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একটি মর্মান্তিক ঘটনায় স্বামী-স্ত্রী দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। গত রোববার (২৫ আগস্ট) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, কৃষক মো. আরশেদ আলী (৬৫) এবং তার স্ত্রী রহিমা বেগম (৫২)। তারা দুজনেই এলাকার বাসিন্দা ছিলেন।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আরশেদ তার বাড়ির পাশে আঁখ চাষ করতেন। ক্ষেত থেকে আঁখ চুরি হয়ে যাওয়া রোধ করতে তিনি খেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। দুর্ঘটনার সময়, তিনি ও তার স্ত্রী অসাবধানতাবশত বিদ্যুৎ সংযোগের কাছে চলে যান। এই সময় রহিমা বেগম প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে আরশেদও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
 

স্থানীয় রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহবুবুল হক মাসুদ জানিয়েছেন, আরশেদ তার আঁখ ক্ষেত রক্ষার জন্যই এমন বিপজ্জনক পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু পরিণতি হয়েছে মর্মান্তিক।
 

এই ঘটনাটি সকলকে সতর্ক করে দিয়েছে বিদ্যুতের ব্যবহারে সর্বদা সাবধান থাকার জন্য। বিশেষ করে, কৃষি কাজে বিদ্যুৎ ব্যবহারের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা জরুরি।