আলমাস সিনেমা হলের জায়গায় আসছে ১০ তলা ইনডোর স্টেডিয়াম

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ সেপ্টেম্বর ২০২৫ ০২:৪৫ অপরাহ্ণ   |   ১২২ বার পঠিত
আলমাস সিনেমা হলের জায়গায় আসছে ১০ তলা ইনডোর স্টেডিয়াম

সৈয়দ মোহাম্মদ কায়সার (চট্টগ্রাম):-


 

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আলমাস সিনেমা হলের জায়গায় নির্মিত হতে যাচ্ছে আধুনিক ১০ তলা ইনডোর স্টেডিয়াম। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হবে। ইনডোর খেলাধুলার পাশাপাশি সর্বোচ্চ তলায় থাকছে দুটি অত্যাধুনিক সিনেপ্লেক্স—‘আলমাস’ ও ‘দিনার’।
 

ইতিহাস ও প্রেক্ষাপট

১৯৬৭ সালে নগরীর কাজীর দেউড়ি এলাকায় একজন অবাঙালি ব্যবসায়ী আলমাস সিনেমা হল নির্মাণ করেন। স্বাধীনতার আগে–পরে সিনেমাপ্রেমীদের অন্যতম বিনোদনকেন্দ্র ছিল এটি। প্রতিদিন উপচে পড়া দর্শকের ভিড়ে সরগরম থাকত হল প্রাঙ্গণ। স্বাধীনতার পর সিনেমা হলটি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে আসে এবং লিজ নিয়ে একজন ব্যবসায়ী দীর্ঘদিন পরিচালনা করেন।
 

তবে সময়ের পরিবর্তনে অন্যান্য সিনেমা হলের মতো আলমাসও ধীরে ধীরে জনপ্রিয়তা হারায়। ভবনের অবস্থা নাজুক হয়ে পড়ে এবং বর্তমানে এটি প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক–ই–আজম বীর প্রতীক নতুন উদ্যোগ নেন।
 

প্রকল্পের পরিকল্পনা

আলমাস সিনেমা হলের জায়গায় প্রস্তাবিত ১০ তলা ইনডোর স্টেডিয়ামে প্রতিটি তলায় ভিন্ন ভিন্ন খেলাধুলার সুবিধা থাকবে। ব্যাডমিন্টন, বাস্কেটবল, ভলিবল, টেবিল টেনিস, স্নুকারসহ নানা ইনডোর গেমের জন্য আলাদা কোর্ট ও স্পেস তৈরি করা হবে। এর পাশাপাশি তরুণ প্রজন্মের স্বাস্থ্য ও ক্রীড়া চর্চা বাড়াতে আধুনিক সুযোগ–সুবিধা রাখা হবে।
 

সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, ভবনের দশম তলায় নির্মাণ করা হবে দুটি সিনেপ্লেক্স। পুরোনো আলমাস হলের ঐতিহ্য ধরে রাখতে এর নামকরণ করা হয়েছে ‘আলমাস’ ও ‘দিনার’। এখানে আধুনিক প্রযুক্তি ও মানসম্মত প্রদর্শনীতে দর্শকরা সিনেমা উপভোগ করতে পারবেন।
 

উপদেষ্টার বক্তব্য

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক–ই–আজম বীর প্রতীক বলেন,

“আমরা এই প্রকল্পকে চট্টগ্রামের ক্রীড়া ও বিনোদনের নতুন ঠিকানা হিসেবে গড়ে তুলতে চাই। তরুণ সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও জানান, দ্রুততম সময়ে প্রকল্পের কাজ শুরু করতে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে নির্দেশনা দেওয়া হয়েছে।
 

সম্ভাবনা

সংশ্লিষ্টদের মতে, ইনডোর স্টেডিয়াম ও সিনেপ্লেক্সের সমন্বিত এই প্রকল্প চট্টগ্রামের নগরজীবনে নতুন মাত্রা যোগ করবে। এটি একদিকে খেলাধুলার চর্চা বাড়াবে, অন্যদিকে আধুনিক বিনোদনের নতুন দিগন্ত উন্মোচন করবে।