ছদ্মবেশী ডাকাত মাহমুদুল হাসান মনসুরকে উত্তরাতে গ্রেফতার

প্রকাশকালঃ ১৯ অক্টোবর ২০২৪ ০৯:৫৫ পূর্বাহ্ণ ১১৯ বার পঠিত
ছদ্মবেশী ডাকাত মাহমুদুল হাসান মনসুরকে উত্তরাতে গ্রেফতার

ঢাকা প্রেস,তরিক শিবলী :-

 

রাজধানি  উত্তরাতে ১৮ অক্টোবর রাতে তালতলা দক্ষিণখান থেকে মাদক ব্যবসায়ী ও ছদ্মবেশী ডাকাত মাহমুদুল হাসান মনসুরকে উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক গ্রেফতার করা হয়।
উত্তর আর্মি ক্যাম্প গণসংযোগ বিভাগ থেকে জানানো হয় মাহমুদুল হাসান মনসুর (৪৬), পিতা মোহাম্মদ হাফিজুল্লাহ, তালতলা দক্ষিণখান এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে মাদক সংক্রান্ত মামলা সহ একাধিক মামলার রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ১৮ অক্টোবর  উত্তরা আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল রাত আনুমানিক সাড়ে আটটায় তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় । তার বিরুদ্ধে পূর্বের দুইটি ইয়াবা সংক্রান্ত মাদক মামলা রয়েছে।

উত্তরা আর্মি ক্যাম্পের সেনা সদস্যগণ তার বাসায় তল্লাশি চালিয়ে পুলিশের দুটি নকল ইউনিফর্ম, একটি ওয়াকি টকি সেট, তিনটি ধারালো ছুরি, দুটি নকল গাড়ির নাম্বার প্লেট, একটি নকল পিস্তল এবং দুটি পিস্তল কাভার উদ্ধার করে। তিনি নিজেকে সিএনএন বাংলা টেলিভিশনের কর্মরত সাংবাদিক হিসেবে পরিচয় প্রদান করেন। এ বিষয়ে CNN বাংলা টেলিভিশনের সাথে যোগাযোগ করে জানা যায় যে তাকে ৪ বছর পুর্বে বহিষ্কার করা হয়েছে।


উল্লেখ্য,এছাড়া বিগত সময়ে রাজনৈতিক দলের ছত্রছায়ায়  চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে।