ময়মনসিংহ প্রতিনিধি:-
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় গভীর রাতে পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন মো. জুলহাস (৪০) নামে এক বাসচালক। সোমবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জুলহাস ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান গ্রামের বাসিন্দা।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের বাসটি ভালুকজান পেট্রোল পাম্পের কাছে পার্ক করা ছিল। গভীর রাতে চালক জুলহাস, এক নারী যাত্রী ও তার ছেলে বাসের ভেতরেই বিশ্রাম নিচ্ছিলেন।
হঠাৎ একদল দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ঘুমন্ত চালক জুলহাস বের হতে না পেরে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান। তবে বাসে থাকা নারী যাত্রী ও তার ছেলে জানালা ভেঙে বের হয়ে প্রাণে রক্ষা পান।
খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাসের ভেতর থেকে চালক জুলহাসের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
ওসি রোকুনুজ্জামান আরও বলেন, “ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”