ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রীসহ তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার শ্যালক (সামিয়ার ভাই) ওয়াহিদ আহমেদ এবং বান্ধবী মারিয়া আক্তার লিমার বিরুদ্ধে এ রিমান্ড আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, হাদি হত্যাচেষ্টা মামলার অন্যতম অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ আত্মগোপনে রয়েছেন এবং তাকে পালাতে সহায়তাসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এসব আসামি। ফয়সাল করিম মাসুদের অবস্থান ও ঘটনার পেছনের বিস্তারিত তথ্য উদঘাটনের জন্য তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
আদালতে আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তবে আসামি সাহেদা পারভীন সামিয়া আদালতে দাবি করেন, তিনি ঘটনার সঙ্গে জড়িত নন এবং তার স্বামী কোথায় রয়েছেন সে বিষয়েও তিনি অবগত নন।
অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রিমান্ডের পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করে বলেন, আসামিদের রিমান্ডে নিলে হত্যাচেষ্টার ঘটনায় আরও কারা জড়িত এবং কার নির্দেশে এ ঘটনা সংঘটিত হয়েছে তা জানা সম্ভব হবে।
প্রসঙ্গত, রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র্যাব তিনজনকে আটক করে। পরে রোববার সন্ধ্যায় তাদের পল্টন থানায় হস্তান্তর করা হয়। এ সময় ফয়সাল করিম মাসুদের স্বাক্ষরযুক্ত বিপুল পরিমাণ চেকবই ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।