গাজীপুরের কাপাসিয়ায় বসতঘরে যাত্রীবাহী বাস, ঘুমন্ত বৃদ্ধা নিহত

প্রকাশকালঃ ১১ নভেম্বর ২০২৪ ০৯:১১ অপরাহ্ণ ৪৯৮ বার পঠিত
গাজীপুরের কাপাসিয়ায় বসতঘরে যাত্রীবাহী বাস, ঘুমন্ত বৃদ্ধা নিহত

ঢাকা প্রেস,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:-


গাজীপুরের কাপাসিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস একটি বসতঘরে ঢুকে পড়ায় ঘুমন্ত অবস্থায় থাকা ষাটোর্ধ্ব নারী মিনারা বেগমের (৬০) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চেওরাইট গ্রামের বাসিন্দা শুক্কুর আলীর স্ত্রী।

 

ঘটনাটি ঘটে সোমবার (১১ নভেম্বর) সকালে কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের টোক ইউনিয়নের পেওরাইদ গ্রামে শুক্কুর আলীর বাড়িতে।
 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

স্থানীয় উজলী দীঘীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমতাজ উদ্দীন জানান, পথের সাথী পরিবহনের যাত্রীবাহী বাসটি কাপাসিয়া থেকে টোকের দিকে যাওয়ার সময় ইলোর বাড়ির মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে শুক্কুর আলীর বাড়ির টিনের বেড়া ভেঙে টিনের ঘরে ঢুকে পড়ে। ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা মিনারা বেগম ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় ঘরের ফ্রিজ, গ্যাসের চুলাসহ অন্যান্য আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়।
 

ওসি কামাল হোসেন আরও জানান, বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।