ঢাকা প্রেস
রাঙ্গামাটি প্রতিনিধি:-
রাঙ্গামাটির দুর্গম সাজেক ও বঙ্গলতুলী ইউনিয়নের বন্যা কবলিত পাহাড়ি-বাঙালি পরিবারগুলোর মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন আর্থিক অনুদান প্রদান করেছে।
গত বুধবার (১৬ অক্টোবর) সকালে সাজেক ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে বাঘাইহাট জোনের কমান্ডার লে. কর্নেল মো. খায়রুল আমিন এই অনুদান বিতরণ করেন। তিনি বলেন, "পানিবন্দি দুস্থ, গরিব, অসহায় ও দিনমজুরদের পাশে থাকতে আমরা সর্বদা সচেষ্ট। বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন সবসময় দেশের এবং মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে।"
জোন কমান্ডার আরও বলেন, "অত্র এলাকার সকলের নিরাপত্তা এবং বিভিন্ন দুর্যোগের সময় দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি কাজ করছে। অবকাঠামোগত উন্নয়নমূলক কার্যক্রমও অব্যাহত থাকবে।"
বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।
এ সময় বাঘাইহাট জোন টুআইসি মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক (পিএসসি), ৩৬নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা, ৪নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা, সাজেক থানা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন ও বাঘাইহাট কাঠ মালিক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।