ডেস্ক নিউজ (চট্টগ্রাম):
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়বাদী গণজাগরণ দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাত ৮টায় সিমেন্ট ক্রসিং এলাকার আহম্মদীয়া হাফেজিয়া সুন্নিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত এ মাহফিলে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. আব্দুল কাইয়ুম দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মো. শরীফ, নগর গণজাগরণ দলের সভাপতি মো. গোলাম সরোয়ার, ইপিজেড থানা গণজাগরণ দলের সভাপতি মো. ফারুক, সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম, যুগ্ম সম্পাদক মো. হালিম সওদাগর, মো. মামুন, পতেঙ্গা থানা কমিটির সভাপতি মো. ছাদেক, বন্দর থানা কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. নূরুল করিম এবং গণজাগরণ দলের নেতা মো. আলী আজগরসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মাহফিলে কিয়াম ও দরুদ শরিফ পাঠ পরিচালনা করেন হাফেজ মো. আরমান।
দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মী ও মাদ্রাসার এতিম শিশুদের সঙ্গে মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয়। শেষে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।