রামগড় উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তে কোটি টাকার ব্র্যান্ডের মোবাইল ফোনসেট জব্দ

প্রকাশকালঃ ৩১ জুলাই ২০২৩ ১২:১৪ অপরাহ্ণ ১৭৪ বার পঠিত
রামগড় উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তে কোটি টাকার ব্র্যান্ডের মোবাইল ফোনসেট জব্দ

খাগড়াছড়ি রামগড় উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় কোটি টাকার বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মোবাইল ফোনসেট জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি। জব্দ মোবাইলের মধ্যে ভিভো, স্যামসাং, টেকনো, অপ্পো, শাওমি ইত্যাদি ব্র্যান্ডের সেট আছে। জব্দ মোবাইল ফোনসেটের মধ্যে সর্বোচ্চ দুই লাখ টাকা দামের সেটও আছে বলে জানা গেছে।

রবিবার (৩০ জুলাই) বেলা ১২টায় রামগড় বিজিবির জোন সদরে এক প্রেস ব্রিফিংয়ে রামগড় ৪৩ বিজিবি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বক্কর সিদ্দিক সাইমুম পিএসসি জি+ সাংবাদিকদের এ খবর জানান।

তিনি জানান, ২৯ জুলাই গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পৌরসভার খেদাছড়া ব্রিজ (সীমান্ত পিলার ২২১৮/৪-আরবি) সীমান্ত এলাকায় বিজিবি ফাঁদ পাতে। ওই সময় ভারতের দিক থেকে চোরাকারবারিরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে নায়েব সুবেদার মো. মতিউর রহমানের নেতৃত্বে ১৩ সদস্যের বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা মালামাল ফেলে দৌড়ে পালায়।


বিজিবি টহলদল ওই সময় ঘটনাস্থল থেকে ৩২০টি বিভিন্ন কম্পানির ভারতীয় মোবাইল ফোনসেট জব্দ করে। জব্দ মোবাইল ফোনসেটের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানান জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবু বক্কর সিদ্দিক সাইমুম। আটককৃত মোবাইল সেটগুলো কাস্টমসে জমা প্রক্রিয়াধীন।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, গোয়েন্দা তথ্যে বৃহৎ এই মোবাইল ফোনসেটের চোরাচালানটি জব্দ করা হয়েছে। বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন এলাকার যাবতীয় অপরাধ কর্মকাণ্ড দমনে প্রতিনিয়ত কাজ করছে, আগামীতেও তা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে বিজিবির ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন নূর হোসেন, উপপরিচালক রাজু আহমেদসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।