আগামী ২৭ নভেম্বর খতিবে বাংলার স্মরণে মাহফিল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ নভেম্বর ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ   |   ৩২ বার পঠিত
আগামী ২৭ নভেম্বর খতিবে বাংলার স্মরণে মাহফিল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম:


 

চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদের সাবেক খতিব এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, খতিবে বাঙ্গাল আল্লামা মোহাম্মদ জালাল উদ্দিন আল-কাদেরি (রাহ.)-এর নবম ওফাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও মাহফিল আগামী ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) বাদ আসর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হবে।
 

এ উপলক্ষে আজ একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলহাজ খোরশেদুর রহমান, এবং অনুষ্ঠান পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি প্রফেসর কামাল উদ্দীন আহমদ। উপস্থিত ছিলেন ড. জাফর উল্লাহ, আব্দুল হাই মাসুম, আলহাজ দিলশাদ আহমেদ, মাইনুদ্দিন মিঠু, হাফেজ সালামত উল্লাহ, খুরশেদ আলী চৌধুরী, মনসুর সিকদার, মাহাবুবুল আলম, হাফেজ আহমদুল হক, শাহাবুদ্দিন, জহির উদ্দিনসহ আরও অনেকে।
 

শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদআল্লামা জালাল উদ্দিন ফাউন্ডেশন-এর আয়োজনে অনুষ্ঠিতব্য এ মাহফিলে বিভিন্ন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষবৃন্দ, মসজিদের খতীব, আলেম-ওলামা, বুদ্ধিজীবী, ঈমানদার মুসলমান এবং সর্বস্তরের মুসল্লীগণ অংশগ্রহণ করবেন।
 

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান আন্তরিক আহ্বান জানিয়েছেন।
 

মাহফিল শেষে বাদ ইশা মিলাদ-কিয়াম, মুনাজাত এবং তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হবে।