মুরাদনগরে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৮ অপরাহ্ণ   |   ৭৫ বার পঠিত
মুরাদনগরে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

মুরাদনগর প্রতিনিধি:-

 

‘অপারেশন ডেভিল হান্টে’ কুমিল্লার মুরাদনগরে যুবলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার নবীপুর পশ্চিম ও রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রে

 

প্তার: মোঃ জালাল (২৭) নবীপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা ও বাহারামেরকান্দা গ্রামের আবুল হাশেমের ছেলে অপরজন মোঃ কাউছার মিয়া (২৬) রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন যুবলীগ নেতা ও বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর দক্ষিণ বাখরাবাদ গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে।

 

বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত জালাল ও কাউছার এর বিরুদ্ধে পুরনো মামলা রয়েছে। শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।