কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধি:-
ইসরাঈলী বর্বরবাহিনী ফিলিস্তিনী মা- বোনদের ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হচ্ছে।যুবক,বৃদ্ধপুরুষদের কে ধরে চোখ বেধে গুলি করে গর্তে ফেলে দিচ্ছে। দখলদার বাহিনী উপর্যুপরি বোমা নিক্ষেপ করে নারী-শিশু ও হাসপাতাল সহ সর্বত্র জায়গায় মৃত্যু উপত্যকায় পরিণত করেছে।
জামায়াত নেতারজ বলেন,আজকের এই সমাবেশ থেকে ধিক্কার ও নিন্দা জানাই এবং বলতে চাই বিশ্বের মুসলমানরা আজো মরে যাইনি।মুসলমানেরা ঈমানের বলে বলিয়ান হয়ে কাফেরদের সকল চক্রান্তকে তারা নস্যাৎ করে দেবে।আমরা জাতিসংঘের কাছে প্রশ্ন রাখতে চাই, ফিলিস্তিনে মানবতা বিরোধীরা হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে কিন্তু তোমাদের বিবেক কোথায়? যখন মুসলমান দেশে কিছু হয় তোমরা তাদের কে জঙ্গি বলো।
তোমাদের মানবতার ফেরিওয়ালাদের আমরা ধিক্কার জানাই।বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাই ফিলিস্তিনে আর কত হত্যা হলে তোমাদের বিবেক জাগ্রত হবে।এখনো তোমাদের বিবেক জাগ্রত হচ্ছে না! ফিলিস্তিনে কি হচ্ছে তোমারা তা দেখছো না।বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে এবং ইহুদী বাদিকে পরাজিত করতে হবে।আল্লাহ রাসুলের বাণী অনুযায়ী ইহুদীরা হচ্ছে অভিশপ্ত জাতি।এই অভিশপ্ত জাতি যেখানে থাকবে সেখানে মানবতার লঙ্ঘন ঘটবে।
আজ বুধবার (৯ এপ্রিল) বিকাল ৫ টায় সীতাকুণ্ড পৌরসভার হাসান গোমস্তা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কলেজ রোডের সম্মুখে অবস্থান নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির আলাউদ্দিন শিকদার।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য আনোয়ার ছিদ্দিক চৌধুরী,উপজেলা জামায়াতের নায়েবে আমির রাশেদুজ্জামান মজুমদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু তাহের,উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জসিম উদ্দিন আজাদ,সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা তৌহিদুল হক চৌধুরী, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট আশরাফুর রহমান,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেছবাহুল আলম রাসেল,উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক আবুল হোসাইন,পৌর আমির হাফেজ আলী আকবর, সীতাকুণ্ড উপজেলা যুব বিভাগের সভাপতি শামসুল হুদা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় জামায়াত ইসলামী মনোনীত চট্টগ্রাম-০৪ আসনের প্রার্থী ও উত্তর জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী বলেন, আজ থেকে ইসরাঈলের ইহুদীদের অন্যায়ের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি।বাংলাদেশ থেকে ফিলিস্তিনের উদ্দেশ্য লংমার্চ ঘোষণা করা হবে।বিশ্বের মধ্যে প্রায় দুইশো কোটি মুসলিম রয়েছে কিন্তু কিন্তু আমরা কিছুই করতে পারছিনা।বিশ্ব মুসলিম নেতাদের, ইসলামী নেতাদের এবং রাষ্ট্রের প্রধানদের বলব আমাদের ভাই-বোনদের উদ্ধার করতে হবে।
সারাদেশে ন্যায় ইসরাইলী গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা জামায়াতের ইসলামীর আয়োজনে এই বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।