গোপালগঞ্জে মদ বিক্রয়ের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ সেপ্টেম্বর ২০২৪ ০৪:২০ অপরাহ্ণ   |   ৫৪৭ বার পঠিত
গোপালগঞ্জে মদ বিক্রয়ের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

ঢাকা প্রেস
গোপালগঞ্জ প্রতিনিধি:-



গোপালগঞ্জে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। সোমবার রাতে গোপালগঞ্জ পৌরসভার মিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তাররা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের রাউথ খামার গ্রামের শীহাব আলি চৌধুরীর ছেলে মোহাম্মদ আলি চৌধুরী এবং একই ইউনিয়নের নিজড়া দক্ষিণ পাড়া গ্রামের কাবুল চৌধুরীর ছেলে মোহাম্মদ সোহাগ চৌধুরী।
 

র‍্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার সৈয়দ ফজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৩২ বোতল দেশি ও ১০ বোতল বিদেশি মদসহ দুই যুবককে গ্রেপ্তার করে। এছাড়া তাদের কাছ থেকে ৩টি মোবাইল ও ৪টি সিমকার্ড উদ্ধার করা হয়।
 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।