ঢাকা প্রেস নিউজ
সম্প্রতি সমাপ্ত ছাত্র আন্দোলনের বিজয়ে উচ্ছ্বসিত হয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। তিনি তরুণ প্রজন্মের এই অর্জনকে অভিনন্দন জানিয়ে বলেন, "এই তরুণ প্রজন্মকে অভিনন্দন জানাই যাদের প্রাণের বিনিময়ে আমাদের বিজয় হলো।"
আন্দোলনের শহীদদের স্মরণ করে হানিফ সংকেত তাদের আত্মার শান্তি কামনা করেন এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান। তিনি বলেন, '৫২, '৬৯ ও '৯০-এর মতো '২৪ সালেও গণআন্দোলনে নেতৃত্বে ছিল ছাত্ররা। কখনোই ছাত্রদের আন্দোলন পরাজিত হয়নি। এবারও ছাত্ররা সেটা প্রমাণ করে দেখিয়েছে।'
দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জোরালো দাবি
আন্দোলনের সাফল্যকে কাজে লাগিয়ে হানিফ সংকেত দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জোরালো দাবি জানান। তিনি বলেন, "এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। একটি গণতান্ত্রিক সরকার দেখতে চাই যা হবে নিরপেক্ষ দুর্নীতিমুক্ত। যাদের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ পাব।"