ফটো জার্নালিস্টদের জন্য বরাদ্দকৃত ভবনের একাংশ অবৈধ দখলের বিরুদ্ধে মানববন্ধন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ এপ্রিল ২০২৫ ০৮:০৪ অপরাহ্ণ   |   ১১১ বার পঠিত
ফটো জার্নালিস্টদের জন্য বরাদ্দকৃত ভবনের একাংশ অবৈধ দখলের বিরুদ্ধে মানববন্ধন

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

ফটো সাংবাদিকদের পেশাগত সংগঠন বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)-এর নামে বরাদ্দ পাওয়া ভবনের একাংশ অবৈধভাবে দখল ও ভাড়া দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছে সংগঠনটি। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধন থেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
 

মানববন্ধনে বক্তারা জানান, সরকার থেকে বিপিজেএ–এর জন্য বরাদ্দ পাওয়া একটি ভবনের অংশ ফ্যাসিস্ট সরকারঘেঁষা আফরোজা হক ও তার বহিরাগত সহযোগী নিজামী গং জোরপূর্বক দখলে নিয়ে অবৈধভাবে ভাড়া দিয়ে চলেছেন। এছাড়া গত ২০ এপ্রিল রাতে তারা ভবনের দ্বিতীয় তলার একটি দেয়াল ভেঙে ফেলে, যা সংগঠনের সদস্যদের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে।
 

বক্তারা অভিযোগ করেন, ঘটনাটি নিয়ে একাধিকবার আলোচনা হলেও কোনো সমাধান হয়নি। ফলে সংগঠনের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে এবং সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
 

বিপিজেএ সভাপতি এ কে এম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ সংগঠনের সব সদস্য মানববন্ধনে অংশগ্রহণ করেন।
 

এছাড়া মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, সহ-সভাপতি রাশেদুল হক এবং কোষাধক্ষ্য আলমগীর হোসেন।