কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৯ অটোরিকশাচালককে জরিমানা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ এপ্রিল ২০২৫ ০৫:১৪ অপরাহ্ণ   |   ৫৩ বার পঠিত
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৯ অটোরিকশাচালককে জরিমানা

ঢাকা প্রেস,নিউজ ডেস্ক:-

 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগে ৯ জন সিএনজিচালিত অটোরিকশাচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্রাহ্মণপাড়া সদর এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিআরটিএ কুমিল্লা শাখার মোটরযান পরিদর্শক মো. সাইফুল ইসলাম, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম এবং স্থানীয় পুলিশ সদস্যরা।

অভিযান চলাকালে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পেয়ে ৯ জন চালককে আটক করা হয়। পরবর্তীতে তাঁদের কাছ থেকে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, যাত্রী হয়রানি রোধে এবং ভাড়ার সঠিকতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।