একই পরিবারের ৮ সদস্যসহ ১৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ আগu ২০২৫ ০৬:৩০ অপরাহ্ণ   |   ৩৩ বার পঠিত
একই পরিবারের ৮ সদস্যসহ ১৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি:-



ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে এক পরিবারের আট সদস্যসহ মোট ১৪ জন বাংলাদেশিকে আটক করে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক ব্যক্তিদের সবাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

 

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টা ২৫ মিনিটে বিএসএফ আনুষ্ঠানিকভাবে তাদের হরিপুর থানায় হস্তান্তর করে বিজিবির (বাংলাদেশ বর্ডার গার্ড) কাছে। এর আগে সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে হরিপুর বিওপির বসতপুর সীমান্তস্থলে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের মাধ্যমেই বিএসএফ আটক বাংলাদেশিদের বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।
 

আটক ব্যক্তিরা হলেন—মো. মন্টু (৪০), তার স্ত্রী মোছা. নাজেরা খাতুন (৩৮) ও দুই ছেলে নজরুল ইসলাম (২২) এবং নুর আলম (১৯); মো. আব্দুর রাজ্জাক (২৪), তার স্ত্রী নাজমিন (২০) ও তাদের দুই মেয়ে রূকসার (৩) ও রেহেনা (১); মো. আসাদুল (৩৫), তার মা আছিয়া বেগম (৫০), স্ত্রী পারুল (৩২) এবং তাদের তিন সন্তান আলামিন আলী (১৬), আশা মনি (৯) ও আরিফ (৫)।
 

বিজিবি সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট বিকেলে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের ৫০ বিজিবির বেতনা বিওপির বিপরীতে ভারতের কাদেরগঞ্জ এলাকায়, সীমান্ত পিলার ৩৬৫/২ এস থেকে প্রায় ১২০০ গজ ভেতরে প্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে। আটককৃতদের সবাই দীর্ঘদিন ধরেই ভারতের হরিয়ানা রাজ্যের পানিপাথ জেলার একটি পাপস ফ্যাক্টরিতে কাজ করছিলেন। তারা ২০২০ সালে সেখানে কাজের জন্য গিয়েছিলেন। সম্প্রতি দেশে ফেরার পথে সীমান্ত অতিক্রমের সময় বিএসএফের হাতে ধরা পড়েন।
 

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন যে তারা বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে কাজ করতে গিয়েছিলেন এবং কয়েক বছর পর পরিবারসহ দেশে ফেরার চেষ্টা করছিলেন। তবে ভারতের ভেতরে ধরা পড়ায় তাদের আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
 

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, “বিএসএফ আমাদের কাছে আটক ব্যক্তিদের হস্তান্তর করেছে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলে তাদের পরিবারে ফিরিয়ে দেওয়া হবে।”
 

এই ঘটনায় সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার জন্য আহ্বান জানিয়েছে।