কুমিল্লার মুরাদনগরে ছাত্রনেতা হুমায়ুন কবির খানের শেষ বিদায়ে হাজার মানুষের ঢল

প্রকাশকালঃ ০৫ মে ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ণ ৪৬৩ বার পঠিত
কুমিল্লার মুরাদনগরে ছাত্রনেতা হুমায়ুন কবির খানের শেষ বিদায়ে হাজার মানুষের ঢল

ঢাকা প্রেস ৫ মে ২০২৪: কুমিল্লার মুরাদনগর উপজেলার কবিতীর্থ দৌলতপুর গ্রামের নিহত কৃতি সন্তান ও রাজনীতিবীদ হুমায়ুন কবির খানকে শনিবার বিকেলে শেষ বিদায় জানানো হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৮টায় তিনি মারা যান।

মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য সচিব, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সদস্য ও মুরাদনগর উপজেলার আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালনকারী হুমায়ুন কবির খান স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

                শূন্যতা নিয়ে পৃথিবী থেকে শেষ বিদায়,এই হাসি-মাখা মুখ খানি,দেখবনা আর কোনো দিন:ছবি ফেইজবুক থেকে নেয়া।
 

শনিবার আসর নামাজের পর দৌলতপুর কবি নজরুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার হাসান চিনু, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল, আতিকুর রহমান হেলাল, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, ভিপি জাকির হোসেন, কামাল উদ্দিন খন্দকার, শেখ জাকির, হাজী আনিস খান, খায়ের ভুইয়া, সাংবাদিক সাইফুল ইসলাম।

ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবলু আলী খানের উপস্থাপনায় জানাজা অনুষ্ঠানে উপজেলা নাগরিক ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সাইফুল আলম মামুন, সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহেদুল আলম সাহেদসহ হাজার হাজার মানুষের ঢল নেমে আসে।

এদিকে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার এমপি এক বিবৃতিতে ছাত্রনেতা হুমায়ুন কবির খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।