রাতের মধ্যেই বাসা-বাড়িতে ইন্টারনেট চালুর আশ্বাস আইএসপিএবি’র

প্রকাশকালঃ ২৪ জুলাই ২০২৪ ০৩:০৭ অপরাহ্ণ ৯৭ বার পঠিত
রাতের মধ্যেই বাসা-বাড়িতে ইন্টারনেট চালুর আশ্বাস আইএসপিএবি’র

ডাটা সেন্টারে অগ্নিসংযোগের ঘটনায় টানা পাঁচ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু হয়েছে। প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অফিস-আদালতে দেওয়া হচ্ছে এ সেবা। আজ (বুধবার) রাতের মধ্যে বাসা-বাড়ির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হতে পারে বলে আশ্বাস দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

বুধ ও বৃহস্পতিবার (২৪-২৫ জুলাই) ঢাকায় কারফিউ শিথিল থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। একই সময়ে কারফিউ শিথিল থাকবে গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতেও। আর অন্যান্য জেলায় পরিস্থিতি দেখে কারফিউ শিথিলের সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসক।