ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আরও পাঁচজন নতুন সদস্য যোগদান করতে যাচ্ছেন। নতুন উপদেষ্টাদের সুবিধার্থে সরকার পাঁচটি গাড়ি প্রস্তুত করেছে।
আগামী রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পাঠ করাবেন। সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর জানিয়েছেন, নতুন উপদেষ্টাদের জন্য গাড়ি প্রস্তুত করার নির্দেশনা তারা পেয়েছেন এবং পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে ইতোমধ্যে তিন মাস সম্পন্ন হয়েছে। ২১ সদস্যের এই পরিষদের অনেকেই একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এই অবস্থা সরকারি কাজে দীর্ঘসূত্রতা সৃষ্টি করছে বলে বিরোধী দলগুলো অভিযোগ করে আসছে। তাই উপদেষ্টা পরিষদের পরিসর বাড়ানোর দাবি তুলেছে তারা।