হাদির হত্যাকারীদের অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দিষ্ট তথ্য নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৫ ০৫:০১ অপরাহ্ণ   |   ০ বার পঠিত
হাদির হত্যাকারীদের অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দিষ্ট তথ্য নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বর্তমান অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
 

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হত্যাকারীরা বর্তমানে কোথায় অবস্থান করছে—তা জানা থাকলে তাদের ইতোমধ্যে গ্রেফতার করা হতো। তিনি বলেন, “আমাদের কাছে যদি তাদের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য থাকত, তাহলে অবশ্যই ধরে ফেলতাম। তারা দেশে থাকতে পারে আবার দেশের বাইরেও থাকতে পারে। তবে সঠিক অবস্থান জানা নেই।”
 

তিনি আরও জানান, হাদি হত্যাকাণ্ডের মূল হোতাকে দ্রুত শনাক্ত ও গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে ফয়সালের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে বলেও জানান তিনি।
 

এদিকে নিজের পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি যদি পদত্যাগ করতাম, তাহলে এখানে বসে দায়িত্ব পালন করতাম না।”