চুয়াডাঙ্গায় শীতের আমেজ শুরু হয়ে গেছে অগ্রহায়ণ মাস থেকেই। ভোরের কুয়াশায় চারপাশ ঢেকে থাকে, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সরলেও বিকেলের পর আবার তাপমাত্রা কমে যায়।
সোমবার (১৮ নভেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এই সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।
চলতি বছর শীতের আমেজ একটু আগেভাগেই শুরু হওয়ায় ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষের। বিশেষ করে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা শীতের প্রকোপে বেশি কষ্ট পাচ্ছেন। ঠান্ডার কারণে অনেকেই সময়মতো কাজে যেতে পারছেন না। সাধারণত, পৌষ ও মাঘ মাসে দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় বিরাজ করে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সকাল ৯টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।