নিবন্ধন পেল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩৭ অপরাহ্ণ   |   ৮২ বার পঠিত
নিবন্ধন পেল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি

ঢাকা প্রেস নিউজ
 

উচ্চ আদালতের নির্দেশে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে। নির্বাচন কমিশন (ইসি) দলটির প্রতীক হিসেবে ‘ফুলকপি’ বরাদ্দ করেছে। আজ রোববার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
 

এর আগে, নিবন্ধন না পাওয়ায় ২০২৩ সালে হাইকোর্টে রিট আবেদন করেন দলটির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম। আদালতের আদেশের পর, এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধন দেয়।
 

এই নিবন্ধনের ফলে এখন দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়াল ৪৯-এ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন।