রাজিবপুর ও কোদালকাটির চরাঞ্চলে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে গণসংযোগ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ জানুয়ারি ২০২৬ ১২:০৫ অপরাহ্ণ   |   ৩৫ বার পঠিত
রাজিবপুর ও কোদালকাটির চরাঞ্চলে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে গণসংযোগ

মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম):


 

রাজিবপুর ও কোদালকাটির চরাঞ্চলে আসন্ন গণভোটকে সামনে রেখে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম চালানো হয়েছে। গণভোটের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে চরাঞ্চলের বিভিন্ন গ্রাম ও হাটবাজারে এই প্রচারণা অনুষ্ঠিত হয়।
 

গণসংযোগ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন রবিউল ইসলাম রবিন, শহিদুল ইসলাম, নেজাত, মামুন, আব্দুল্লাহ হিল হাদি ও বেলাল। তারা স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং গণভোটে অংশগ্রহণের আহ্বান জানান। এ সময় বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণ সরাসরি নিজেদের মতামত প্রকাশের সুযোগ পাচ্ছেন, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সুদৃঢ় করবে।
 

প্রচারণাকালে তারা উল্লেখ করেন, চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ে সকলকে সচেতনভাবে ভোটকেন্দ্রে গিয়ে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানান তারা।
 

এদিকে, প্রচারণায় চরাঞ্চলের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনেকেই গণভোট নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন এবং ভোট প্রদানের আগ্রহ জানান। প্রচারণা শেষে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, রাজিবপুর ও কোদালকাটির চরাঞ্চলে গণভোটে ব্যাপক ভোটার উপস্থিতি ও ইতিবাচক সাড়া পাওয়া যাবে।