স্পোর্টস ডেস্ক:-
ম্যানচেস্টার সিটির সময় এখন বেশ ভালো যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগে কিছুটা পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ, তাদের রক্ষণেও চলছে ইনজুরি সমস্যা। সেক্ষেত্রে, সিটি তাদের ঘরের মাঠে লস ব্লাঙ্কোসদের পরাজিত করার ভালো সুযোগ পায়। প্রথম লেগে দু’বার এগিয়ে থেকেও, শেষ পর্যন্ত ৩-২ গোলে রিয়ালের কাছে হারতে হয় পেপ গার্দিওলার দলের।
মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচ শুরুতেই রিয়াল মাদ্রিদ একের পর এক সুযোগ তৈরি করে। তবে, প্রথম সুযোগেই গোল করে ম্যানসিটি। জ্যাক গ্রেলিসের চমৎকার পাস বুক দিয়ে আটকিয়ে আর্লিং হালান্ডের সামনে গোল করার সুযোগ তৈরি করেন জোসকো গার্দিওল। সিটিজেন স্ট্রাইকার গোল করতে ভুল করেননি।
ম্যাচের ৬০ মিনিটে কিলিয়ান এমবাপ্পে গোল করে সমতা আনার চেষ্টা করেন। ভালভার্দের শক্তিশালী ফ্রি কিক ফিরিয়ে আসে দানি সেবায়োসের কাছে, যিনি বক্সে বল পাঠিয়ে দেন। এমবাপ্পে ভলি করলেও প্রথমে গোল হয়নি, তবে রিয়াল সেই সুযোগে গোল পায়।
৮০ মিনিটে ম্যানসিটি আবার লিড নেয় পেনাল্টি থেকে। মনে হচ্ছিল, শেষ মুহূর্তে এই গোলের সাথে সিটি মাঠ ছাড়বে জয় নিয়ে। কিন্তু শেষ বাঁশির আগে রিয়াল আবার ফিরে আসে। ৮৬ মিনিটে, ভিনিসিয়াস জুনিয়রের শট ফেরানোর পর, বদলি ব্রাহিম দিয়াজ সিটিজেন গোলরক্ষক এদেরসনকে পরাস্ত করে সমতায় ফেরান।
এরপর, ৯২ মিনিটে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম জয়ী গোলটি করেন। ভিনি তার ভলি দিয়ে বক্সের মাথায় থাকা বেলিংহামকে পাস পাঠান। বেলিংহাম গোল করতে কোনো বাধার মুখে পড়েননি।
এদিকে, রদ্রির ব্যালন ডি’অর নিয়ে ইতিহাদে ভিনিসিয়াসকে নিয়ে করা স্লেজিংয়ের জবাব হিসেবে, ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে ভিনি নিজের প্রতিশোধ নিয়ে মাঠ ছাড়েন।