খুলনায় কলেজছাত্র হত্যা মামলায় ২১ জনের যাবজ্জীবন

প্রকাশকালঃ ২২ অক্টোবর ২০২৪ ০৫:০২ অপরাহ্ণ ৪২৭ বার পঠিত
খুলনায় কলেজছাত্র হত্যা মামলায় ২১ জনের যাবজ্জীবন

ঢাকা প্রেস
বিশেষ প্রতিনিধি (খুলনা):-


খুলনা নগরীতে একজন কলেজছাত্র হত্যাকাণ্ডের মামলায় ২১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

 

মঙ্গলবার (২২ অক্টোবর), খুলনা নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক আব্দুস ছালাম এই রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের শিকার হন হাসিবুর রহমান নিয়াজ নামে এক কলেজছাত্র।

 

২০২০ সালের ১৯ আগস্ট রাতে, খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের কাছে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে হাসিবকে হত্যা করে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে এলাকায় মাদক বিক্রির বিরোধিতা করা উল্লেখ করা হয়। হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

 

নিহতের পিতা হাবিবুর রহমান ঘটনার পরদিনই থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারের পর, আদালত ২১ জন আসামিকে দোষী সাব্যস্ত করে এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়। প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়। অন্যদিকে, ৫ জন আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়।

 

এই রায়কে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে। তবে, নিহতের পরিবার এখনও বিচারের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা দাবি করছেন, হত্যাকাণ্ডে জড়িত আরও অনেক লোক আছে যাদের এখনও ধরা হয়নি।