চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৪ ০৮:৪৮ অপরাহ্ণ ০ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ডিসেম্বর) সদর উপজেলার রাণিহাটি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়ন কমিটির সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ বেগম রুখসানা খানম। 

ওরিয়েন্টেশনে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করা হয়।

ওরিয়েন্টেশন পরিচালনা করেন লাইট হাউজ, দি ইউএসএআইডি আইন সহায়তা এক্টিভিটি প্রকল্পের জেলা কর্মকর্তা সালাহ উদ্দিন জুয়েল। তিনি জানান, অনুষ্ঠানটি দি ইউএসএআইডি আইন সহায়তা এ্যাকটিভির অর্থায়নে, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালেন বাস্তবায়নে এবং লাইট হাউজের আয়োজনে করা হয়।