জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস

প্রকাশকালঃ ২৭ নভেম্বর ২০২৪ ০১:১৫ অপরাহ্ণ ০ বার পঠিত
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস

ঢাকা প্রেস নিউজ
 

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১১টা ৪৫ মিনিটে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
 

এর আগে, এই মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করেছিলেন বিচারিক আদালত। ওই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে আপিল করেন। বুধবার হাইকোর্ট সেই আপিল মঞ্জুর করে তাকে খালাস দেন।
 

রায়ের পর আইনজীবী জয়নুল আবেদীন সাংবাদিকদের জানান, “আদালত আমাদের যুক্তি শুনেছেন এবং বলেছেন, ‘আপিলটি আমি পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছি। সকল প্রমাণ খতিয়ে দেখেছি। আপনারা যে যুক্তি উপস্থাপন করেছেন তা আইনসম্মত। তাই আমি আপিলটি মঞ্জুর করছি।’”
 

উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালত রায় দিয়েছিলেন। সেই রায়ে খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এই রায়ের বিরুদ্ধে একই বছরের ১৮ নভেম্বর হাইকোর্টে আপিল করেন তিনি।
 

এছাড়া, ২০১৮ সালের ৩০ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আপিল শুনানির জন্য গ্রহণ করে বিচারিক আদালতের দেওয়া অর্থদণ্ড স্থগিত করেছিলেন।

 

গত ৫ আগস্ট গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর, ৬ আগস্ট খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড মওকুফ করে মুক্তি দেওয়া হয়। পরে হাইকোর্টে আপিল শুনানির জন্য পেপারবুক তৈরির অনুমতি চেয়ে আবেদন করেন বিএনপি চেয়ারপারসন।
 

অবশেষে এই মামলায় হাইকোর্টের রায়ে খালেদা জিয়াসহ সকল আসামির খালাসের মাধ্যমে মামলার সমাপ্তি ঘটে।