ডিএসই ও সিএসইতে সূচকের পতন

প্রকাশকালঃ ১১ জুলাই ২০২৪ ০২:২৬ অপরাহ্ণ ৩০১ বার পঠিত
ডিএসই ও সিএসইতে সূচকের পতন

দিনের শুরুতে সূচকের উত্থানে লেনদেন চললেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল কার্যদিবস শেষ হয়েছে সূচকের পতনে। তবে ডিএসইতে লেনদেন কমলেও, সিএসইতে বেড়েছে। ডিএসইতে এদিন কমেছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৬.১৯ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৩.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ৫৫৬৮.৪৫ পয়েন্টে ও ১২১৯.৪৭ পয়েন্টে।


আর ডিএস-৩০ সূচক কমেছে ৬.৪০ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১৯৫৮.১৩ পয়েন্টে। ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৯৬৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার, যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১৯ কোটি আট লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৫১ কোটি ৮৬ লাখ টাকা।