 
                            
ঢাকা প্রেস নিউজ
 
জাতীয় ঐক্য গঠনের উদ্দেশ্যে ছাত্রনেতা, রাজনৈতিক দল এবং ধর্মীয় সংগঠনের সঙ্গে সংলাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
 
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম।
 
তিনি বলেন, “জাতীয় ঐক্যের লক্ষ্যে প্রধান উপদেষ্টা আজ সন্ধ্যায় ছাত্রনেতাদের সঙ্গে, আগামীকাল রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং তার পরদিন ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে সংলাপে বসবেন।”
 
সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম অভিযোগ করেন, ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, “এতে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ভয়াবহ তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার হতে হবে। জাতীয় ঐক্য বজায় রেখে এই অপপ্রচারের মোকাবিলা করতে হবে।”
 
প্রেস সচিব আরও জানান, আগস্টের শেষ দিকে প্রফেসর ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোনালাপ হয়েছিল। সেই সময় প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীকে প্রতিনিধি পাঠিয়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
 
তিনি বলেন, “আমরা বারবার নিজেদের পক্ষ থেকে প্রাসঙ্গিক তথ্য দিচ্ছি। কিন্তু ভারতের পক্ষ থেকে তারা শুধু তাদের পছন্দমতো সূত্র থেকে তথ্য নিচ্ছে। আমরা সব ক্ষেত্রেই খোলামেলা থাকতে চাই। কিন্তু ভারত চোখ, কান ও নাক বন্ধ করে থাকলে সত্য জানতে পারবে না। এমনকি শুনেও না শোনার ভান করছে।”
 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                         
                                        
                                        
                                    