আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমারের পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
দুধকুমারের পানিতে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার নদী তীরবর্তী ১৮ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। নিমজ্জিত হয়ে পড়েছে রোপা আমন, আমন বীজতলা, পাট ও বিভিন্ন মৌসুমী ফসল। এছাড়া পানি প্রবেশ করেছে নিম্নাঞ্চলের ঘরবাড়িতে। তলিয়ে গেছে গ্রামাঞ্চলের কাঁচা সড়কগুলো।
সদরের পাঁচগাছী ইউনিয়নের কাচিচর এলাকার কৃষক সামছুল বলেন, গত দুইদিনের পানি বাড়াতে আমার এলাকার রাস্তা তলিয়ে গেছে। এছাড়াও অনেক আমন আবাদ পানিতে তলিয়ে গেছে। এমন পানি আরও যদি বাড়তে থাকে তাহলে বড় সমস্যাত পড়বো আমরা।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃহস্পতিবার সকাল ৯টায় ভুরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কাউনিয়া পয়েন্টে তিস্তার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২১ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অপর দিকে ব্রহ্মপুত্র নদের চিলমারী, নুনখাওয়া, হাতিয়া ও সেতু পয়েন্টে ধরলা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং তা বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ বলেন, দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে প্রবেশ করছে। তবে আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া আছে।