মোঃ আলমগীর হোসাইন, জেলা প্রতিনিধি, জামালপুর:-
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারগঞ্জে জামালপুর তিন আসনের বিএনপির সম্ভাব্য মনোনিত প্রার্থী, কেন্দ্রীয় জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলকে বিজয়ী করতে বেশ আগে ভাগেই মাঠে নেমেছে বিএনপির নেতা কর্মীরা।
শনিবার উপজেলা ২ নং কড়ইচড়া ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের লালডোবা, ইলশামারী, পূর্ব বিনোদটঙ্গী, পূর্ব নলছিয়া এলাকায় ধানের শীর্ষ প্রতিকে ভোট ও দোয়া চেয়ে লিফলেট বিতরণ করা হয়।
মাদারগঞ্জ উপজেলা কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক মোবারক হোসেন নান্টু মেম্বার এর নেতৃত্বে লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন কড়ইচড়া ইউনিয়ন বিএনপির
ধর্ম বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম আলো,
সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা,
সহ-সভাপতি শফিকুল ইসলাম কালু,যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মোজা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান হারুন, যুগ্ম আহ্বায়ক মোঃ শাকিল চৌধুরী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদপ্রার্থী মোঃ আলমগীর হোসাইন হৃদয়,কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সদস্য তৌহিদ হাসান, মিজানুর রহমান মিজান, রনি আহমেদ, রাজু আহমেদ সহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।