মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর এলাকার মহানন্দা সেতুর টোলপ্লাজায় পুলিশের চেকপোস্টে পিস্তল ও গুলিসহ রয়েল হাসান অরণ্য (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ।
রয়েল হাসান অরণ্য শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচোকা মাদ্রাসা বাজার এলাকার মৃত আল মামুনের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে সিএনজি চালিত একটি অটোরিকশা থেকে আমেরিকান তৈরি ৭.৬৫ মি.মি. পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ অরণ্যকে আটক করা হয়। তিনি শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে আসছিলেন।
ওয়াসিম ফিরোজ আরও জানান, অস্ত্রসহ অরণ্যকে আটক করার পর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।