চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং চলতি সপ্তাহে নিউজিল্যান্ড সফরে যাবেন। দেশটির প্রেসিডেন্ট ক্রিস লুক্সন সোমবার এই কথা জানিয়েছেন।চীনের কোন প্রধানমন্ত্রী ২০১৭ সালের পর এই প্রথম নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন।এক বিবৃতিতে লুক্সন বলেছেন, প্রধানমন্ত্রী লিকে নিউজিল্যান্ডে উষ্ণ অর্ভ্যত্থনা জানাতে আমি উন্মুখ।তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফর নিউজিল্যান্ড ও চীনের মধ্যে সহযোগিতার ক্ষেত্র বিনিময়ের একটি মূল্যবান সুযোগ।উল্লেখ্য, চীন নিউজিল্যান্ডের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। চীনে নিউজিল্যান্ডের মাংস, মদ ও দুধের বৃহৎ বাজার রয়েছে।
এছাড়া পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে ওয়েলিংটন বেইজিংয়ের ঘনিষ্ঠ অংশীদার।তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে চীনের কূটনৈতিক ও সামরিক তৎপরতার চেষ্টার প্রেক্ষিতে দু’দেশের সম্পর্কে উত্তেজনা দেখা দেয়।