মো: কাউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রামনগর এলাকায় মা ও তার কন্যাকে কুপিয়ে হত্যা করার অভিযোগে একজন যুবক ও তার স্ত্রীকে পুলিশ আটক করেছে। ঘটনাটি রোববার (৩১ আগস্ট) বিকেলে ঘটেছে।
নিহতরা হলেন আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) ও তাদের মেয়ে শিল্পী আক্তার (৪০)। অভিযোগে অভিযুক্ত যুবক হলেন লুৎফা বেগমের ছেলে মো. শাহীন।
নিহত লুৎফা বেগমের মেয়ে শিউলি আক্তার জানিয়েছেন, “আমাদের মায়ের ওপর শাহীন ও তার স্ত্রী লাকি আক্তার নিয়মিত নির্যাতন চালাত। শনিবার বিকেলেও তারা মাকে ও আমাকে মারধর করেছিল। রোববার দুপুরে স্থানীয়রা আমাদের মায়ের ও বোনের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।”
অভিযুক্ত শাহিনের চাচাতো ভাই মো. জসিম উদ্দিন বলেন, “দুপুরে শাহিন আমাদের বলল তার মা ও বোন মারা গেছেন। আমরা গিয়ে দেখি তারা খাটে শুয়ে আছেন, এবং যাচাই করে দেখি দুজনেই নিহত।”
কুমিল্লার ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন, “নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। শাহীন ও তার স্ত্রী লাকি আক্তারকে আটক করা হয়েছে।”