ঢাকা প্রেস,রাজবাড়ী প্রতিনিধি:-
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার দেওয়ানপাড়া মহল্লায় রোববার (৫ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে ৭০ বোতল নিষিদ্ধ ফেনসিডিলসহ রাহিমা আক্তার নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাহিমা দেওয়ানপাড়া মহল্লার বাসিন্দা মো. ওবায়দুর সরদারের স্ত্রী।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাহিমার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে তার রান্নাঘর থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা জানান, রাহিমা আক্তার দীর্ঘদিন ধরে পেশাদার মাদক কারবারি হিসেবে কাজ করে আসছিলেন। তার রান্নাঘরে মাদকদ্রব্য মজুদ করে স্থানীয় মাদকসেবীদের কাছে বিক্রি করতেন তিনি।
তাদের আরও অভিযোগ, রাহিমা যুব মহিলা লীগের সঙ্গে যুক্ত থাকায় স্থানীয়রা তার কর্মকাণ্ডের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেত না।