ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল না থাকায় এবারের ফ্রেঞ্চ ওপেন জয়ে অন্যতম ফেভারিট নোভাক জোকোভিচ। প্যারিসের লাল দুর্গে শুরুটাও দুর্দান্ত করেছেন সার্বিয়ান তারকা। প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের আলেকজান্ডার কোভাসেভিচের বিপক্ষে পেয়েছেন ৩-০ সেটের অনায়াস জয়। ২০০৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর গ্র্যান্ড স্লামে প্রথম রাউন্ডের ম্যাচে কখনো হারেননি জোকোভিচ।
গতকালের জয়ে গৌরবের এ রেকর্ডটাও অক্ষুণ্ন থাকল সার্বিয়ান তারকার। নাদালের সমান ২২টি গ্র্যান্ড স্লাম এখন জোকোভিচেরও। রোলাঁ গারোয় তৃতীয় শিরোপা জিততে পারলে স্প্যানিয়ার্ড তারকাকে পেছনে ফেলে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ে এককভাবে চূড়ায় বসবেন তিনি। প্রথম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছেন ডেনিস শাপোভালোভ, ফাবিও ফগনিনি, ক্যামেরন নরিয়ে এবং রবার্তো বুতিস্তাও।
ওদিকে মেয়েদের এককে স্লোয়ানে স্টেফেনসের কাছে হেরে বিদায় নিয়েছেন ষোড়শ বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভা। তবে প্রথম রাউন্ডের গণ্ডি পেরিয়েছেন স্লোয়ানে স্টেফেনস, ডোন্না ভেকিচ, ম্যাডিসন কাইস।