পাকিস্তান থেকে আসা আলোচিত জাহাজ বন্দর জেটিতে

প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৪ ১০:২০ অপরাহ্ণ ০ বার পঠিত
পাকিস্তান থেকে আসা আলোচিত জাহাজ বন্দর জেটিতে

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-


পাকিস্তান থেকে আসা আলোচিত জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা ঝং চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইয়ার্ডে ভিড়েছে। রোববার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ৮১১টি কনটেইনার নিয়ে জাহাজটি বন্দর জেটিতে পৌঁছায়।

 

শিপিং এজেন্ট কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইনস লিমিটেডের নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, "জাহাজটিতে আগের তুলনায় কম সময়ে দ্বিগুণ কনটেইনার এসেছে, যা ব্যবসায়ীদের জন্য খরচ সাশ্রয়ী হয়েছে।"
 

তিনি আরও বলেন, "জাহাজটি সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান থেকে মোট ৮১১টি কনটেইনার পণ্য এনেছে, যার মধ্যে ৮৬ শতাংশ পাকিস্তান এবং ১৪ শতাংশ আরব আমিরাত থেকে এসেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে ১১৩টি কনটেইনার নিয়ে জাহাজটি করাচি পৌঁছে, সেখানে আরও ৬৯৮টি কনটেইনার তোলা হয়।"
 

চট্টগ্রাম কাস্টমস হাউজের মুখপাত্র ও উপকমিশনার সাইদুল ইসলাম জানান, আইজিএমের ঘোষণামতে, জাহাজটিতে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি। ২৮৫টি কনটেইনারে মোট ১ লাখ ৪৮ হাজার ২০০ ব্যাগ, যা প্রায় সাড়ে ৭ হাজার টন। এছাড়া ১৭১টি কনটেইনারে এসেছে গ্লাস তৈরির কাঁচামাল ডলোমাইট, ১৩৮টি কনটেইনারে সিমেন্ট তৈরির কাঁচামাল সোডা অ্যাশ, ৪৬টি কনটেইনারে কাপড়ের রোল, ১৮টি কনটেইনারে আলু এবং ২০টি কনটেইনারে আখের গুড়।