সোনারগাঁয়ে জামপুরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করেন আল মুজাহিদ মল্লিক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ জুলাই ২০২৫ ০১:৪৪ অপরাহ্ণ   |   ৩৩ বার পঠিত
সোনারগাঁয়ে জামপুরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করেন আল মুজাহিদ মল্লিক

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করেন। 
 

১৮ জুলাই শুক্রবার দুপুরে জামপুর ইউনিয়নে আলমপুরা মসজিদে নামাজ শেষে এলাকাবাসী ও  সকলের মাঝে নেতাকর্মীদের সাথে নিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি, জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি   নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক। 
 

এ সময় আরো উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সুলতান আল মামুন,যুগ্ম সম্পাদক রফিক সরকার,৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমান উল্লাহ,সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আঃ রহিম,,যুবদল নেতা,ওয়াসিম,কাউছার হামিদ,এ্যাডভোকেট রঞ্জু,আমিনুল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 


এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন,  বর্তমানে অন্যান্য শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। ধর্মীয় শিক্ষায় মানুষের মধ্যে মানবিক গুনাবলী তৈরি হয়। একজন মানুষের মাঝে ধর্মীয় শিক্ষার মুর্লবোধ থাকলে সে কখনো খারাপ কাজে জড়ায় না। হাদিস এবং কোরআনের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলে মানুষ কখনো অপরাধ করবে না। মানুষের দ্বারা মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হবে না। কুরআনের প্রকৃত ব্যাখ্যা মানুষের মাঝে ছড়িয়ে দিলে মানুষের মধ্যে ভাতৃত্ববোধ তৈরি হবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ধর্মীয় শিক্ষার অভাবে মানুষের মনুষ্যত্ব বোধ হারিয়ে যাচ্ছে তাই আমাদের সবার মধ্যে মনুষ্যত্ব বোধ থাকতে হবে মানবিক হতে হবে তাহলে একটি রাষ্ট্র মেরামতে এগিয়ে যাবে। এবং লিফলেট বিতরণে শেষে তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়  ৩১ দফা বাস্তবায়নের লক্ষে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে এবং সুন্দর একটি দেশ গড়তে হলে সবাইকে ঐকবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।