যমুনার উদ্দেশে গার্মেন্টস শ্রমিকদের মিছিল, কাকরাইলে পুলিশের বাধায় অবস্থান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ মে ২০২৫ ০৫:৫২ অপরাহ্ণ   |   ৯১ বার পঠিত
যমুনার উদ্দেশে গার্মেন্টস শ্রমিকদের মিছিল, কাকরাইলে পুলিশের বাধায় অবস্থান

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবিতে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল করেছেন গাজীপুরের টিএনজেড গ্রুপের পোশাক কারখানার শ্রমিকেরা। তবে কাকরাইল মসজিদের সামনে পুলিশি বাধায় তারা সেখানে অবস্থান নিতে বাধ্য হন।
 

আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরে অবস্থিত শ্রম ভবনের সামনে থেকে এই মিছিল শুরু হয়। বিক্ষুব্ধ শ্রমিকেরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগানে রাজধানীর রাস্তা প্রকম্পিত করে তোলেন। তাদের কণ্ঠে উঠে আসে—‘যাব না রে, যাব না, বেতন ছাড়া যাব না’, ‘দুনিয়ার মজদুর, এক হও’, ‘বাঁচার মতো বাঁচতে দাও, নইলে গদি ছাইড়া দাও’ ইত্যাদি প্রতিবাদী স্লোগান।
 

টিএনজেড গ্রুপের বেতন ও বোনাস আদায়ের আন্দোলনের নেতৃত্বদানকারী শহিদুল ইসলাম বলেন, “গত ৯ দিন ধরে আমরা শ্রম ভবনের সামনে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। উপদেষ্টা ও সংশ্লিষ্ট দপ্তরগুলো আমাদের বিভিন্ন আশ্বাস দিলেও এখনো আমাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। তাই বাধ্য হয়ে আজ আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশে রওনা দিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরে যাব না।”
 

শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, টিএনজেড গ্রুপের কাছে তাদের মোট পাওনা প্রায় ৫৪ কোটি টাকা। ঈদুল ফিতরের আগে ৩ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও মাত্র ২ কোটি ৬৭ লাখ টাকা দেওয়া হয়। এতে প্রত্যেক শ্রমিক মাত্র ৯ হাজার ১০০ টাকা পান। বাকি অর্থ দেওয়ার কথা ছিল গত মাসের ৮ তারিখে, কিন্তু এখনও তা পরিশোধ করা হয়নি।