ঢাকা প্রেস,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:-
বগুড়ার শিবগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়া পরা আসামি ফারুক হোসেনকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর বাজারে এই ঘটনাটি ঘটে।
ফারুক হোসেন (৩৮) মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলা ও মামলার আসামি। তিনি জাবারীপুর গ্রামের বাসিন্দা।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জাবারীপুর বাজারে ফারুককে গ্রেপ্তার করতে গেলে ঘটনাটি ঘটে। ফারুককে হাতকড়া পরানোর সময় স্থানীয় কয়েকশ লোক তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। পরে পাশের একটি বাঁশঝাড় থেকে হাতকড়াটি উদ্ধার করা হয়। ফারুককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।