ফরিদপুর প্রতিনিধি:-
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য আলমগীর মোল্যা (৪০)কে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটে শনিবার সকালে, যখন আলমগীর মোল্যা তার মোটরসাইকেল চালিয়ে ভাঙ্গা যাচ্ছিলেন। পথিমধ্যে তার গতিরোধ করে প্রতিপক্ষের সদস্যরা অতর্কিত হামলা চালায় এবং তাকে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
এ ঘটনার প্রতিবাদে এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা সৃষ্টি হওয়ায় স্থানীয় দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের প্রায় ৭-৮ জন আহত হন। আহতরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেন। গুরুতর আহত আলমগীর মোল্যাকে প্রথমে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া ইউপি সদস্য আলমগীর মোল্যার ওপর হামলার পর প্রতিপক্ষের চারটি বসতবাড়ি, একটি মোটরসাইকেল এবং একটি পিকআপ ভাঙচুর করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।