সাদমান-জাকিরের সতর্ক ইনিংসে বাংলাদেশের শুরু

প্রকাশকালঃ ২২ আগu ২০২৪ ০৭:৩৬ অপরাহ্ণ ৪১৫ বার পঠিত
সাদমান-জাকিরের সতর্ক ইনিংসে বাংলাদেশের শুরু

ঢাকা প্রেস
স্পোর্টস ডেস্ক:-


ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের বিপুল সংগ্রহের জবাবে বাংলাদেশের ইনিংস শুরু হয়েছে সতর্কতার সঙ্গে। শেষ বিকেলে ব্যাট করতে নামা সাদমান ইসলাম ও জাকির হাসান কোনো ঝুঁকি না নিয়ে শান্ত গতিতে রান সংগ্রহ করেছেন। দুই ওপেনার মিলে ১২ ওভারে মাত্র ২৭ রান করে দিন শেষ করেছেন। সাদমান ১২ ও জাকির ১১ রানে অপরাজিত রয়েছেন।

 

পাকিস্তানের করা ৪৪৮ রানের জবাবে বাংলাদেশ এখনও ৪২১ রানে পিছিয়ে রয়েছে। তবে দুই ওপেনারের সতর্ক ইনিংস বাংলাদেশকে আশার আলো দেখিয়েছে। আগামীকাল তৃতীয় দিনে সাদমান-জাকিরের জুটিই বাংলাদেশের ইনিংসকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নেবে।

 

এর আগে পাকিস্তান ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে। রিজওয়ান ১৭১ ও আফ্রিডি ২৯ রান করে দলকে বিশাল সংগ্রহ উপহার দেন। বাংলাদেশের পক্ষে শরিফুল ও হাসান মাহমুদ দুটি করে উইকেট নেন।

 

বাংলাদেশের ব্যাটসম্যানরা পাকিস্তানের স্পিনারদের সামনে বেশ চাপে রয়েছে। তবে সাদমান-জাকিরের সতর্ক ইনিংস বাংলাদেশকে আশার আলো দেখিয়েছে। আগামীকাল তৃতীয় দিনে বাংলাদেশের ব্যাটসম্যানদের আরও আক্রমণাত্মক হতে হবে।