মুন্সীগঞ্জের শ্রীনগর কলেজ এলাকায় অস্ত্র চালনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচিত ‘রাসেল বাহিনীর’ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ২টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন—শ্রীনগরের মধ্য বাগড়া এলাকার রাসেল হাওলাদার, একই এলাকার সাখাওয়াত ব্যাপারী ও পাটাভোগ গ্রামের তারেক খান। বুধবার দুপুরে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, অবৈধ অস্ত্র প্রদর্শনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি জেলা পুলিশের নজরে আসে। পুলিশ সুপারের নির্দেশে দ্রুত অভিযান চালিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকার ভাড়া বাসা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি অবৈধ অস্ত্রও উদ্ধার করা হয়।
তদন্তে পুলিশ জানতে পারে, ভিডিওটি ধারণ করা হয়েছিল গত মে মাসে শ্রীনগর কলেজের পূর্ব-উত্তর কর্নারের পুকুরপাড়ে। ভিডিও বিশ্লেষণে দেখা যায়, এতে অংশ নেওয়া ব্যক্তিরা শ্রীনগরের বাগড়া ইউনিয়নের রাসেল হাওলাদার ওরফে ‘ম্যাগনেট রাসেল’ এবং তার সহযোগী সাখাওয়াত ও তারেক।
ভিডিওর বিষয়বস্তু:
১ মিনিট ৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, চারজন যুবক অস্ত্র হাতে কথোপকথনে লিপ্ত। তাদের মধ্যে দুজনের হাতে পিস্তল। এক পর্যায়ে একজন বলেন, “দামি কিন্তু এইডা, দুইডা দিয়া শট করমু।” জবাবে আরেকজন বলেন, “দুইডা দিয়া শট করা যাইব না, একটা দিয়া শট করতে হইব, গুল্লি রেয়ার।” এরপর এক যুবক আকাশের দিকে গুলি করার চেষ্টা করেন, আরেকজন তাকে নির্দেশ দিচ্ছেন কীভাবে গুলি করতে হবে।
পুলিশের দাবি, রাসেল-ফয়সাল বাহিনী নামে একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এ যুবকেরা। তারা শ্রীনগর উপজেলার চিহ্নিত সন্ত্রাসী এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, “শ্রীনগরের পরিবেশ এখন শান্ত। পাঁচ মাস আগের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।”
মুন্সীগঞ্জের পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, “ভিডিওতে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তারা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।” তিনি আরও জানান, রাসেল হাওলাদারের দুই চোখ পূর্বের এক প্রতিপক্ষের হামলায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
👉 সংক্ষেপে:
গ্রেপ্তার: রাসেল হাওলাদার, সাখাওয়াত ব্যাপারী ও তারেক খান
স্থান: দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ
ভিডিও ধারণ: মে ২০২৫, শ্রীনগর কলেজ পুকুরপাড়ে
উদ্ধার: একটি অবৈধ আগ্নেয়াস্ত্র
চক্র: রাসেল-ফয়সাল বাহিনী, শ্রীনগরের চিহ্নিত সন্ত্রাসী দল