ওক্যাব অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ
ঢাকা প্রেসঃ
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশি ছাত্র খুব জখম হয়েছে এমন কোনো খবর নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার ওভারসিজ করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওক্যাব) অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ সরকার কিরগিজস্তান সরকারকে এই ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে এবং বাংলাদেশের রাষ্ট্রদূতকে দেশটিতে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে স্থানীয়রা দলবেঁধে বিদেশি শিক্ষার্থীদের হোস্টেলে হামলা করে,হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন,নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশি শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেছেন।