সোনাকান্দা দরবার শরীফে ঈসালে সাওয়াব মাহফিল শুরু বুধবার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৪৩ অপরাহ্ণ   |   ৬৭ বার পঠিত
সোনাকান্দা দরবার শরীফে ঈসালে সাওয়াব মাহফিল শুরু বুধবার

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-

 

কুমিল্লা সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ ও দারুল হুদা স্মাতকোত্তর বহুমুখী কামিল মাদরাসার ঐতিহাসিক বাৎসরিক ঈসালে সাওয়াব মাহফিল আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার)। দরবার সূত্রে জানা গেছে, মাহফিলের প্রথমদিন ২৬ ফেব্রুয়ারি উপস্থিত থাকবেন দৈনিক ইনকিলাব সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীন। আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার বাদ ফজর। মুনাজাত পরিচালনা করবেন বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ’র আমীর ও কুমিল্লা সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মাহমুদুর রহমান।

মাহফিলকে ফলপ্রসু করে তোলার জন্য মাদরাসা, দরবার, বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ’র সর্বস্তরের কমিটি এবং প্রতিটি পাড়া-মহল্লার সরদার-মাতব্বর থেকে শুরু করে থানা ও জেলা প্রশাসন দফায় দফায় সভা-বৈঠক, করণীয়-কর্তব্য ও কর্মসূচি গ্রহণ করছে। গত বৃহস্পতিবার দরবার শরীফের পীর ও বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহর আমীর প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মাহমুদুর রহমানের উপস্থিতিতে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমানের নেতৃত্বে প্রশাসনের মুখ্য কর্মকর্তাদের নিয়ে মাহফিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ে এক জরুরি বৈঠক হয়।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান মাহফিলের বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা, পানীয় সরবরাহ, পয়ঃনিষ্কাশন, মোবাইল নেটওয়ার্ক এবং যাবতীয় নিরাপত্তাদি নিশ্চিত ও নির্বিঘœ করে তোলার জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। মাহফিল চলাকালীন সার্বক্ষনিক অ্যাম্বুলেন্স সমেত একটি মেডিকেল টিম ও গাড়িসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম মোতায়েন ও বহাল রাখার জন্য তিনি সংশিষ্ট কর্মকর্তাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে।

২৪ ফেব্রুয়ারি ২০২৫’র আগেই মাহফিলে যাতায়াতের মুখ্যসড়ক কোম্পানীগঞ্জ-নবীনগর রোডটির খানা-খন্দকগুলো মেরামত ও সারিয়ে তোলার জন্য সংশিষ্ট বিভাগকে অনুরোধ ও নির্দেশ প্রদান করা হয়েছে। বাঙ্গরা বাজার থানার ওসি জনাব মাহফুজুর রহমান মাহফিল ও আশপাশের রাস্তাঘাটের নিরাপত্তাদি নিশ্চিত করার জন্য অতিরিক্ত পুলিশের চাহিদাপত্র দিয়েছেন বলে জানা গেছে।

কুমিল্লা সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর ও বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ’র আমীর প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মাহমুদুর রহমান প্রশাসন, এলাকাবাসী, দরবারের মুরিদ-মু’তাকিদ, আশেকীন-মুহিব্বীন, মাদরাসার ছাত্র-শিক্ষক এবং বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ’র কর্মীদের প্রতি মাহফিলের প্রত্যেকটি পর্যায় ও ক্ষেত্র নির্বিঘœ ও নিরাপদ এবং সফল করে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ, অনুরোধ ও আহব্বান জানিয়েছেন।