১৯ জুলাই প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত

প্রকাশকালঃ ২০ জুলাই ২০২৩ ০১:১৬ অপরাহ্ণ ১৯৪ বার পঠিত
১৯ জুলাই প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। বৈঠকের শুরুতে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, জাতীয় পার্টি-জেপি'র সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার প্রমুখ।

বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচনের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এছাড়া আন্তর্জাতিক মহলের তৎপরতা, যুক্তরাষ্ট্র ও ইইউ প্রতিনিধিদলের সাম্প্রতিক সফরের বিষয়ে নানা তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।